অদ্য ২০-১০-২০২০ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে রংপুর মহানগরীর কোতয়ালী ও হারাগাছ থানাধীন নিম্নবর্ণিত এলাকাগুলোতে ০৩টি পৃথক অভিযানে ০৫ জন আসামী গ্রেফতার করা হয়।
ঘটনা-১ ঃ হারাগাছ থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত থানাধীন বাঙ্গীটারী চৌকিদার মোড়স্থ লিটন রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ আসামী ১। মোঃ এরশাদুল হক (৩২), ২। মোঃ আশাদুল (৪৮)কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান।
ঘটনা-২ ঃ কোতায়ালী থানাধীন ৪ নং ওয়ার্ডস্থ পাকার মাথা ভরসা গোডাউনের উত্তর পার্শ্বে জনৈক জয়নাল আজাদ এর নির্মানাধীন ভবন এর সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ২০ পুরিয়া (১ গ্রাম) হেরোইন উদ্ধারসহ আসামী মোঃ নুর ইসলাম (৪৫)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ৮ (ক) ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনা-৩ ঃ কোতয়ালী থানাধীন রংপুর উচ্চ বিদ্যালয়ের ভিতরে মাদক সেবনের প্রস্তুতি গ্রহনকালে ১। মোঃ জাহাঙ্গীর আলম(৪৬), ২। মোঃ মোজাফফর হোসেন (৪০)কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থেকে গাঁজা সেবনের কলকি, কলকির ভিতরে সামান্য গাঁজা, লাল রংয়ের কাপরের টুকরা ও ১ টি দিয়াশলাই উদ্ধার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ৯০ ধারা মোতাবেক প্রসিকিউশান দাখিল করা হয়।