রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এর বিভিন্ন থানা পুলিশ কর্তৃক ৩০০ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াব ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং পরোয়ানাভুক্তসহ মোট ৪০ জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 30 Sep, 2020


ঘটনা-১ঃ- গত ৩০/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ফকিরা মৌজাস্থ আসামী মোঃ আছাব্বর আলী (৫০), পিতা- মৃতঃ নকো মিয়া, সাং- ফকিরা, থানা- মাহিগঞ্জ, মহানগর, রংপুর,  এর নিজ বসত বাড়ী থেকে ২৫০ গ্রাম গাঁজা (মুল্য ৫,০০০/-টাকা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।


ঘটনা-২ঃ- গত ৩০/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন তালুক পশুয়া মৌজাস্থ নব্দীগঞ্জ বাজারের জনৈক নিরানন্দ এর মোবাইল সার্ভিসিং এর দোকানের সামনে রংপুর হইতে কুড়িগ্রামগামী মহাসড়কের উপর থেকে ৫০ গ্রাম গাঁজা(মুল্য ৫০০/-টাকা) একে অপরের সহায়তায় মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে আসামী মোঃ হাসমত আলী (২৬), পিতা- আবুল কাশেম, সাং-গোদাশিমলা  , থানা- মাহিগঞ্জ, মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়।


ঘটনা-৩ঃ- গত ৩০/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মডার্ণ মোড়স্থ সাথী হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১০ (দশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোঃ নূর আলম মিয়া (২০), পিতা-মোঃ আওলাদ হোসেন, মাতা-মোছাঃ মাজেদা বেগম, সাং-পূর্ব কাদমা, ১০নং ভেলা গুরি ইউনিয়ন থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১৪(খ) ধারায় মামলা রুজু করা হয়। 


ঘটনা-৪ঃ- গত ৩০/০৯/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন গলাকাটা মোড় মোঃ ফয়জার রহমান এর হেটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৬ (ছাব্বিশ) পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১. মোছাঃ সুর্বনা আক্তার সেতু (২২), পিতা-মৃত সোলেমান মিয়া, মাতা-মোছাঃ হাসিনা বেগম, সাং-মহিষমুড়ি হাটছড়া, ২নং পারুল ইউনিয়ন, থানা-পীরগাছা, জেলা-রংপর এবং ২. মোঃ আনিছুর রহমান (২৪), পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা-মোছাঃ মনোয়ারা @ আনোয়ারা, সাং-জুম্মাটারী বাহার কাছনা, থানা-হারাগাছ, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি  ১০ (ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। 


রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক গত ৩০/০৯/২০২০ খ্রিঃ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতয়ালী থানায়-১০ জন, তাজহাট থানায়-১৫ জন, মাহিগঞ্জ থানায়-০৮ জন, হারাগাছ থানায়-০৫ এবং হাজিরহাট থানায়-০২ জনসহ মোট-৪০ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


গত ৩০.০৯.২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোষ্ট ডিউটি কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৮৭ টি মামলা দায়ের করা হয়।