রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ চোরাকারবারি চক্র গ্রেপ্তার
প্রকাশের সময়: 20 Jul, 2020

#বিনামূল্যে_বিতরণের__সরকারি_ওষুধ__চোরাকারবারি_চক্র_গ্রেপ্তার

গতকাল ২০/০৭/২০২০ খ্রি. গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের সার্বিক তত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম এর সহযোগিতায় সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ আখতারুজ্জামান প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শাহআলম সরদার, এসআই(নিরস্ত্র)/মোঃ আল-আমিন, এসআই(নিরস্ত্র)/মোঃ আতিয়ার রহমান, এসআই(নিরস্ত্র)/ মোঃ মাজহারুল ইসলাম, এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল আলীম, এএসআই(নিরস্ত্র)/মোঃ পেয়ারুল ইসলাম, এএসআই(নিরস্ত্র)/মোঃ মামুন, এএসআই(নিরস্ত্র)/মোঃ আশরাফুল ইসলাম, কনস্টেবল/৮০৪ শ্রী প্রদীপ চন্দ্রসহ মাহিগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল মাহিগঞ্জ থানার দেওয়ানটুলি নামক স্থানে অভিযান চালিয়ে আব্দুর রহমান পিতা-মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম: দেওয়ানটুলি থানা: মাহিগঞ্জ কে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণের সরকারি ঔষুধসহ গ্রেফতার করা হয়।



তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মোঃ আখতারুজ্জামান প্রধানসহ মাহিগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল বিনামূল্যে বিতরণের সরকারি ঔষুধ ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আরো ৫ জনকে রংপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ভোরে পীরগাছা থানার পাঠক শিকড় এলাকা থেকে এই চক্রের অন্যতম মূল হোতা আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে এ চক্রের মোট ০৭ (সাত) জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেকের নিকট থেকে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণের সরকারি ঔষুধ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-

১. আব্দুর রহমান(৪৫), পিতা-মৃত আব্দুর রাজ্জাক, গ্রাম: দেওয়ানটুলি থানা: মাহিগঞ্জ
২. মোঃ হাশেম রেজা(৪২), পিতা: মৃত অলিউল্লাহ, গ্রাম মাহিগঞ্জ থানা মাহিগঞ্জ
৩. শ্রী কমল চন্দ্র রায় (৪১), পিতা ব্রজগোপাল গ্রাম: মাহিগঞ্জ ,থানা: মাহিগঞ্জ
৪. শ্রী ধীরেন চন্দ্র বর্মন (৩৪), পিতা: শ্রী বৈশাখ চন্দ্র রায়, গ্রাম: বকচি, থানা: মাহিগঞ্জ
৫. শ্রী দীপাল চন্দ্র রায়(৩০), পিতা- বৈশাখ চন্দ্র রায়, গ্রাম: বকচি, থানা: মাহিগঞ্জ
৬. মোঃ সাহের জামান (৫৩),পিয়ন, সিভিল সার্জনের কার্যালয়, রংপুর।
পিতা-মৃত মোফাজ্জল হোসেন, গ্রাম: নিউ জুম্মাপাড়া, থানা: কোতোয়ালী, রংপুর মহানগর।
৭. মোঃ খন্দকার আব্দুস ছালাম (৫৫), পিতা- মৃত এছাহাক আলী, গ্রাম: পাঠক শিকড়, থানা: পীরগাছা, রংপুর।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন অফিসের স্টাফ, ০২ জন বিনামূল্যে বিতরণের সরকারি ঔষুধ বিক্রি চক্রের মূল হোতা এবং বাকি চারজন সরকারি ঔষুধ বিক্রির সাথে জড়িত ফার্মেসির মালিক।

চক্রটি দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকারি হাসপাতাল কমিউনিটি ক্লিনিক ও প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগসাজশের মাধ্যমে বিনামূল্যে বিতরণের সরকারি ঔষধ সংগ্রহ করে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে বিক্রি করতো। এই চক্রবর্তীর সাথে কিছু অসাধু ও দালাল প্রকৃতির লোক যুক্ত হয়ে সরকারি ঔষধ সংগ্রহ করে রংপুর বিভাগের বিভিন্ন ফার্মেসির মালিকের নিকট বিক্রি করতো। ফলশ্রুতিতে সাধারণ মানুষ সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক থেকে সরকারি সরবরাহ অনুসারে পর্যাপ্ত সরকারি ঔষুধ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।


বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ ক্রয় বিক্রয় চক্রের সাথে জড়িত অন্যান্য সকল মূলহোতাদের গ্রেপ্তারে অভিযান চলমান। এ বিষয়ে মাহিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।