গত ২২/০৭/২০২০খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪.২০ ঘটিকায় হাজীরহাট থানাধীন মন্থনা এলাকায় চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত এএসআই(নিঃ)/ মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিকালে পাগলাপীর হতে রংপুর শহরগামী বিভিন্ন প্রকার প্যাকেটজাত খাদ্য সামগ্রী বোঝাই ঢাকা মেট্রো-ড-১৪-৫১৮৬ কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে।
অতঃপর মোবাইল-৬১ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/ মোঃ শাহ্ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণিত ট্রাকটিতে থাকা মালামাল পরীক্ষা-নিরীক্ষা করে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন প্যাকেট জাত খাদ্য সামগ্রী দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। যার পরিপ্রেক্ষিত চেকপোস্ট তদারকিতে থাকা এসি পরশুরাম ( জোন) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন সরেজমিনে বিষয়টি তদারকি করেন এবং উপ- পুলিশ কমিশনার ( অপরাধ) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান বিষয়টি সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
আটককৃত মালামাল ভোক্তা অধিকার আইন সম্পর্কিত বিষয় বিধায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর এর সহকারী পরিচালক জনাব মোছাঃ আফছানা পারভীন ও সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন কে অবগত করলে তারা হাজীরহাট থানায় উপস্থিত হয়ে আটককৃত ট্রাকের মালামালসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন যে, ট্রাকটিতে মোট ০৩ জন ব্যক্তির বিভিন্ন ধরণের মালামাল রয়েছে। তন্মধ্যে মোঃ জমশের আল (৩৭), পিতা-মৃত শামসুল হক, মাতা- শাহাজাদী বেগম, সাং-জমশের স্টোর, থানা-পাটগ্রাম, লালমনিরহাট এর ক্রয়কৃত মালামাল সমূহের (২) 3 D পটেটো ক্রাকার্স ১৫ গ্রাম প্যাকেট ১৪৪টি, (১) A B C D চিপিস ১৫ গ্রাম ২৪ পিস, (৩) Ring Chips ১৫ গ্রাম ৩০ পিচ, (৪) চমক রিং চিপস্ ১৪ গ্রাম ৪৮ পিস ও (৫) Afrin পটেটো চিপস্ ২৫ গ্রাম ১০ পিস এর গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা নাই।
অতঃপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান উদ্দিন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী উক্ত ব্যক্তি কে ১০,০০০/- (দশ হাজার) টাকা নগদ জরিমানা করেন এবং উক্ত মালামালগুলো স্বাস্থ্যে জন্য ক্ষতিকারক হওয়ায় তা তাৎক্ষনিকভাবে ধ্বংস করেন।
এছাড়া বর্ণিত ট্রাকটির ট্যাক্স টোকেন এর মেয়াদ উত্তীর্ণ এবং চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাকের চালক মোঃ শুক্কুর আলী, পিতা-মৃত সহির উদ্দিন, সাং-রসুলগঞ্জ, থানা-পাটগ্রাম, জেলা-নীলফামারী এর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী কেস স্লিপ নং-৩৪৯০০ মূলে প্রসিকিউশন প্রদান করে গাড়িটি এবং বৈধ মালামাল হস্তান্তর করা হয়।