আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকার পশুর হাট সংক্রান্ত বিশেষ আইন-শৃঙ্খলা মিটিং
প্রকাশের সময়: 12 Jul, 2020

অদ্য ১২/০৭/২০২০খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নির্দেশনায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকার পশুর হাট সংক্রান্ত বিশেষ আইন-শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ রংপুর মেট্রোপলিটন এলাকার ৯টি পশুর হাটের ইজাদারসহ উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ-পুলিশ কমিশনার (অপরাধ), উপ-পুলিশ কমিশনার (ডিবি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), ০৩ (তিন) জোনের সহকারী পুলিশ কমিশনার, ০৬ (ছয়) থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য পদমর্যাদার অফিসারবৃন্দ। মিটিংয়ে চলতি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এবার সকল পশুর হাট পরিচালিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও যে সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়-

১। সরকারী সকল নির্দেশনা মেনে হাট পরিচালনা করা।
২। সড়ক ও মহাসড়কের উপর কোনভাবেই হাট পরিচালনা না করা।
৩। সকাল হতে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত হাটের সময় নির্ধারণ।
৪। প্রত্যেক হাটে পর্যাপ্ত ভলান্টিয়ার নিয়োগ ও ভলান্টিয়ারদের পোশাক সরবরাহ।
৫। ক্রেতা-বিক্রেতাদের হয়রানি রোধে দালালদের দৌরাত্ম কঠোরভাবে নিয়ন্ত্রণ।
৬। প্রত্যেক হাটে পর্যাপ্ত মাইক ব্যবহার করে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য বিধিসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান।
৭। হাসিলের টাকা নিয়ে অনিয়ম রোধে প্রকাশ্য স্থানে হাসিলের টাকা উত্তোলন।