আজ ০৩ জুলাই ২০২৪ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (তৃতীয় ও চতুর্থ ধাপ)-এ রংপুর বিভাগে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ রংপুর বিভাগের ১৭টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর; জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর এবং জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রংপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ রিয়াজ উদ্দিন, উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, বিভাগীয় কমিশনার কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু জাফর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) রংপুর বিভাগ, রংপুর।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জনাব মোঃ জাকির হোসেন, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর মহোদয় এবং শপথ গ্রহণ শেষে তিনি নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।