আজ ০৪ জুন ২০২৪ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সহকারী পুলিশ কমিশনার হতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জনাব এবিএম জাহিদুল ইসলাম মহোদয়কে র্যাংক ব্যাজ পড়িয়ে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (সাময়িক দায়িত্বে) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আব্দুল ওয়ারেস এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার) জনাব জয়ন্ত কুমার সেন।