আরপিএমপি পরিবারের সন্তানদের ২০২২/২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান
প্রকাশের সময়: 04 Apr, 2024

আজ ০৪ এপ্রিল ২০২৪ খ্রি. বেলা ১৬:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও পুনাক, আরপিএমপি'র আয়োজনে 'আরপিএমপি পরিবারের সন্তানদের ২০২২/২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়।


রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জনাব মোছাঃ নাছিমা সুলতানা, সভানেত্রী, পুনাক, আরপিএমপি। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শাহ নূর আলম পাটওয়ারী; জনাব মোছাঃ সুরাইয়া সুলতানা, সহধর্মিণী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), আরপিএমপি, রংপুর; জনাব মোছাঃ রেবেকা সুলতানা রুমা, সহধর্মিণী জনাব মোঃ আবু সাইম, উপ-পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর; জনাব তমা সিনহা, সহধর্মিণী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুর; জনাব মোছাঃ খালেদা পারভীন, সহধর্মিণী সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি), আরপিএমপি, রংপুর; জনাব মিতু, সহধর্মিণী সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স), আরপিএমপি, রংপুর;জনাব অন্যন্যা ব্যানার্জি, সহধর্মিণী সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) দক্ষিণ বিভাগ, আরপিএমপি, রংপুর সহ অন্যান্য পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ।


অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্যবৃন্দের সন্তানদের ২০২২/২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৩৬ জন (এসএসসি ২৫ জন এবং এইচএসসি ১১ জন) মেধাবী সন্তানদের মাঝে ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, ক্রেস্ট উপহার ও মেধাবৃত্তি প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তাগণ উপস্থিত প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে তাদের এই কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে নিজের মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান জানান।