'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪' উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
প্রকাশের সময়: 26 Mar, 2024

আজ ২৬ মার্চ ২০২৪ খ্রি. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪' উপলক্ষে শেখ রাসেল স্টেডিয়াম, রংপুরে প্যারেড কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর জনাব মোঃ হাবিবুর রহমান; রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), আরপিএমপি, রংপুর জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; জেলা প্রশাসক, রংপুর জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান; পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম সহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ।
জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন, শান্তির পায়রা অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। আরপিএমপি পুলিশ লাইন্সের প্যারেড কমান্ডার মাননীয় অতিথিবৃন্দের প্যারেড পরিদর্শন শেষে অনুমতি নিয়ে প্যারেডে অংশগ্রহণকারী দলের মার্চিং করান। কুচকাওয়াজে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ রংপুর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ কারারক্ষী, আনসার ভিডিপি, বিএনসিসি সহ মোট ৭টি প্লাটুন অংশগ্রহণ করে। এছাড়া রংপুর নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয়। প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।