রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক সান্তনা ঔষধালয় আয়ুর্বেদিক ফ্যাক্টরীতে অভিযান।
প্রকাশের সময়: 16 May, 2022

অদ্য ১৬-০৫-২০২২ খ্রি. ১৩.০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত¡াবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আঁখি শেখ এর নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, রংপুর এর প্রতিনিধির উপস্থিতিতে আরপিএমপি গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ শওকত আলী সরকার, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) স্বপন কুমার রায় ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি, রংপুর হারাগাছ থানাধীন বাহার কাছনাস্থ 'সান্তনা ঔষধালয়' নামক আয়ুর্বেদিক ঔষধ ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।