রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পুলিশ পরিচয়দানকারী প্রতারক গ্রেফতার
প্রকাশের সময়: 30 Jun, 2020

অদ্য ৩০/০৬/২০২০ খ্রি. অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক রাজেশ কুমার চক্রবর্তী, এসআই নাজমুল ইসলাম, এসআই মনোরঞ্জন ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন কাচারীবাজার কোর্ট রোডস্থ হোটেল প্রিন্স এর ভিতর হতে গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া পুলিশ পরিচয় দানকারী প্রতারক মোঃ পরাগ মিয়া (২৫), পিতা মোঃ ফারুক মিয়া, মাতা-আলেয়া বেগম, সাং-থানা পাড়া, গঙ্গাচরা, রংপুরকে গ্রেফতার করেন।



ধৃত আসামীর নিকট হতে পুলিশ লেখা ও পুলিশ মনেগ্রাম যুক্ত গুলি রাখার কাপড়ের প্রসেস, ৪ জন চাকুরি প্রত্যাশি নাগরিকের সনদ, এসএসসি পাশ সনদ, জাতীয়পরিচয়পত্রের ফটোকপি জব্দ করা হয়।


জিজ্ঞাসাবাদে সে জানায়, সে নিজেকে কখনও টিআই, কখনও ডিএসবি সাব ইন্সপেক্টর পরিচয় দেয়। চাকুরি প্রত্যাশিদের কাছে ৫-১০ হাজার টাকা দাবী করে। ৮ বছর কাজ করার পর চাকরী স্থায়ী করে নিতে পারবে। এ ধরনের প্রলোভন দিয়ে সে সাধারণ জনগনের নিকট হতে অর্থ হাতিয়ে নিত বলে জানায়।


এ ব্যাপারে আরপিএমপি কোতয়ালী থানায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।