আরপিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক চোরাই মালামালসহ ০৩জন আসামী গ্রেফতার
প্রকাশের সময়: 30 Jun, 2020

অদ্য ২৯/০৬/২০২০ খ্রি.মাননীয় কমিশনার স্যার এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেন, পুলিশ পরিদর্শক ফিরোজ ওয়াহিদ, এসআই নাহিদ, এসআই নাজমুলসহ ও সঙ্গীয় অফিসার-ফোর্স অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান হতে চুরি হয়ে যাওয়া মালামালসহ ০৩ জন আসামিকে গ্রেফতার করেন।

আসামি গণ হলো- (১) মোঃ সোহেল মিয়া পুতু (২৭), পিতা মৃত মতিয়ার রহমান, সং মধ্য বাবুখা; (২) মোঃ আরিফ (২৮), পিতাঃ মোঃ আব্দুল কাদের, সাং শান্তিবাগ, (৩) মোঃ শহিদুল ইসলাম বাবু (৩২), পিতাঃ মোঃ নুরুল ইসলাম, সাং আলমনগর খামারপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, মহানগর, রংপুর।


চোরাই উদ্ধারকৃত মালামালঃ

১। দুইটি সিলিং ফ্যান, ২। একটি গাজী ওয়াটার পাম্প, ৩। একটি আইপি ক্যামেরা, ৪। তিনটি স্টিল সীট দরজা। যার সর্বমোট উদ্ধারকৃত মালামাল এর মূল্য= ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা।

এ বিষয়ে কোতয়ালী থানার মামলা নং-৩৬ তাং-২৯/০৬/২০২০ খ্রিঃ, ধারা-৩৮০/৪১১ দঃবিঃ রুজু করা হয়েছে।