পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ খ্রি.
প্রকাশের সময়: 01 Mar, 2022

অদ্য ০১/০৩/২০২২ খ্রি. পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর অডিটোরিয়াম কক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ খ্রি. এর শুরুতে সকাল ০৯ঃ৩০ ঘটকায় রংপুরে অবস্থিত পুলিশ শহীদদের স্মৃতিতে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও সম্মান প্রদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম; রংপুর রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম; পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর এর কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব বাসুদেব বনিক, র‌্যাব ১৩ এর অধিনায়ক জনাব রেজা আহমেদ ফেরদৌস, (এস) বিএন এবং পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। পুষ্পস্তবক অর্পন শেষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।


এরপর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর অডিটোরিয়াম কক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর; জনাব বাসুদেব বনিক, কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর; জনাব রেজা আহমেদ ফেরদৌস, (এস) বিএন, অধিনায়ক, র‌্যাব-১৩, রংপুর। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ, পিটিসি, আরআরএফ এর সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ।