মানবতার বন্ধনে, রংপুর কর্তৃক এতিমখানা ও হেফজখানায় বই ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশের সময়: 08 Jan, 2022

অদ্য ০৮/০১/২০২২ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন মদামুদন ‘মানবতার বন্ধনে এতিমখানা ও হেফজখানা’য় ‘মানবতার বন্ধনে’, রংপুর কর্তৃক সদ্য ভর্তিকৃত অসহায়/দুঃস্থ/এতিম/দরিদ্র শিক্ষার্থীদের ক্লাসের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মানবতার বন্ধনে’, রংপুর সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়। তিনি উক্ত এতিমখানা ও হেফজখানায় শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পাশাপাশি তাদের মাঝে বই- শিক্ষা সামগ্রী, টিফিন বক্স ও শীতবস্ত্র বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) জনাব মোঃ মহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জনাব মোঃ জমির উদ্দিন, ‘মানবতার বন্ধনে’, রংপুর এর আজীবন সদস্য, অফিসার ইনচার্জ - হারাগাছ থানা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ‘মানবতার বন্ধনে’, রংপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।