০৯/০৬/২০২০খ্রিঃ ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ এই করোনা মহামারী প্রতিরোধে নিজেদের সুরক্ষা, মহানগরী এলাকার বাসিন্দাদের সুরক্ষা, সামাজিক দুরত্ব মেনে চলতে সচেতনতা সৃষ্টি করা, করোনা মহামারী প্রতিরোধে সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়ন করা, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ১৩ দফা নির্দেশনা কার্যকর করা, গরীব অসহায় দুস্থ মানুষদের খাদ্য, ঔষধ ও ঈদ সামগ্রী বিতরণ করা, টিসিবি, ওএমএস, জিআর ও ত্রান বিতরনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং এই করোনা পরিস্থিতির মধ্যেও আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরনীয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় নানাবিধ অভিনব কর্মপরিকল্পনা, তার সফল বাস্তবায়ন রংপুর মেট্রোপলিটন পুলিশকে সাধারণ মানুষের জন্য একটি আস্থার জায়গা তৈরী করেছে।করোনা যুদ্ধে রংপুর মহানগরী পুলিশ একটি সফল নাম। এই রংপুর মহানগরী পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয়ের করোনা প্রতিরোধে নানাবিধ কর্মকৌশল ও সাফল্যের কথা দিক দিগন্তরে ছড়িয়ে পড়েছে।Overseas Chinese Association in Bangladesh (OCAIB) এই সাফল্যের কথা জানতে পারে এবং পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ব্যক্তিগত ভাবমূর্তি ও উদ্যোগের পরিপ্রেক্ষিতে ওভারসীজ চাইনিজ এসোসিয়েশন ইন বাংলাদেশ এর ন্যায় একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান পুলিশ হেডকোয়ার্টার্স এর পর রংপুর মেট্রোপলিটন পুলিশ একমাত্র ইউনিট যাকে এই করোনাযুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সদস্যদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
Overseas Chinese Association in Bangladesh (OCAIB) এর চেয়ারম্যান Mr Andy Chen এক অনাড়ম্বর অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নিকট এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন অদ্য ৯ জুন সোমবার সকাল ১১.০০ ঘটিকায়।হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার ( সদর দপ্তর ও প্রশাসন) জনাব মোঃ মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান এবং OCAB প্রতিনিধি দলের সদস্যগন সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।