পুলিশ কমিশনারের জীবন বৃত্তান্ত

commissioner_biography জনাব মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম (বার) রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় পুলিশ কমিশনার হিসেবে ২৫ জুন ২০২৩ খ্রি. যোগদান করেন। এর আগে তিনি ডিআইজি (অপারেশন্স) হিসেবে জঙ্গিবাদ ও উগ্রপন্থা দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সংস্থা এন্টিটেররিজম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শরীফপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৪ সালের ১১ই মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খান কবীর আহমেদ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক।

মো. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি লাভ করেন । তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এএসপি (প্রবেশনার) হিসেবে রংপুর জেলা পুলিশে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এরপর তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পরবর্তীতে এডিসি(ডিবি) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সিআইডিতে এডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নেত্রকোনা ও জয়পুরহাট জেলায় দক্ষতার পরিচয় দিয়েছেন এডিশনাল এসপি হিসেবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ হেডকোয়ার্টারে এআইজি(কনফিডেনসিয়াল) ও এডিশনাল ডিআইজি(ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল অ্যাফেয়ার্স) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রতিপালন করেন। তিনি ২০১৪ সালে যুক্তরাজ্যের নর্থআম্ব্রিয়া ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন।

বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ অবদান এবং অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য পাঁচবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সহ তিন বার IGP's Good Service Badge এ ভূষিত হন। বাংলাদেশ হতে সহিংস উগ্রপন্থা ও জঙ্গিবাদ দমনে তিনি সাহসিকতা ও পেশাদারিত্বের অনন্য নজির স্থাপন করেছেন। তিনি উগ্রপন্থা দমনে পুলিশের ন্যাশনাল ফোকাল পয়েন্ট হিসেবে অত্যন্ত কৃতিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো এবং সুদানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে কর্তব্য পালনের জন্য তিনি চারবার জাতিসংঘ শান্তি পদকে ভূষিত হন ৷ তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মকালীন সময়ে তিনি United Nations Selection Assistant Team (UNSAAT) এর সদস্য হিসেবে অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজ্ঞানের ছাত্র হলেও জনাব মো. মনিরুজ্জামান ছোটোবেলা থেকেই সাহিত্যানুরাগী এবং বিভিন্ন সময়ে সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন।   শান্তিরক্ষীর ডায়েরি, UNSAAT Manual সহ তাঁর কয়েকটি জনপ্রিয় গ্রন্থ রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দু সন্তানের জনক। তাঁর স্ত্রী নাছিমা সুলতানা ইডেন কলেজ, ঢাকায় সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।